POSTED BY:

COMMENTS:

0

POST DATE:


ইলেকট্রিক্যাল ওয়্যারিং

বৈদ্যুতিক নিরাপত্তায় করণীয়:
বর্তমান সভ্যতার আধুনিক জীবনব্যবস্থায় বিদ্যুৎ একটি আশীর্বাদস্বরূপ। বিদ্যুৎ বিহীন একটি মুহূর্ত এখন কল্পনাতীত। আবার এই বিদ্যুৎ থেকেই ঘটতে পারে নানারকম প্রাণঘাতী দুর্ঘটনা যা আমাদের কাম্য নয় । প্রায়ই বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে একটু অসাবধানতা অসচেতনতার কারণে আমরা বড় বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি। কিন্তু আমাদের একটু সচেতনতাই কিন্তু এসব বৈদ্যুতিক দুর্ঘটনা কে এড়িয়ে চলার জন্য যথেষ্ট ।  

বৈদ্যুতিক দুর্ঘটনা হতে নিরাপদ থাকতে সাবধানতার বিকল্প নেই,  প্রয়োজন শুধু কিছু নিয়ম মনে রাখার। নিম্নলিখিত কয়েকটি সাবধানতা বৈদ্যুতিক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারে -

বৈদ্যুতিক নিরাপত্তায় করণীয় :

  • বাড়ির ইলেকট্রিক্যাল নকশা(Electrical Drawing) প্রণয়নে অবশ্যই একজন সনদ প্রাপ্ত(Certified by Electrical Licensing Board) দক্ষ প্রকৌশলির সাহায্য নিন।
  • ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য ইলেকট্রিক্যাল পারমিট আছে এমন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান নিয়োগ করুন।
  • বিএসটিআই কর্তৃক অনুমোদিত পরিবাহী তার ও যন্ত্রপাতি ব্যবহার করুন।
  • সকল সার্কিট যথোপযুক্ত ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহারের মাধ্যমে নিরাপদ রাখতে হবে।
  • বাসায় ব্যবহৃত বৈদ্যুতিক সকল যন্ত্রপাতি যেমন ফ্রিজ, ওভেন, টেলিভিশন, কম্পিউটার ইত্যদি সঠিকভাবে গ্রাউন্ডিং করা থাকতে হবে।
  • গ্রাউন্ডিং যথাযথভাবে না যেকোনো সময় হলে গ্রাউন্ডিং তার স্পর্শ করা মাত্রই বৈদ্যুতিক শক হতে পারে যা খুবই ঝুকিপূর্ণ ।এরকম হলে তৎক্ষণাৎ একজন সনদ প্রাপ্ত দক্ষ বৈদ্যুতিক প্রকৌশলির সহয়তা নিন।
  • সকল সুইচ সরবরাহ লাইনের ফেজের সাথে সংযুক্ত থাকবে।
  • সিংগেল ফেজের জন্য দুই মেরু ও থ্রী ফেজের জন্য চার মেরু বিশিষ্ট মেইন সুইচ ব্যবহার করতে হবে।
  • সুইচবিহীন সকেট ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।
  • বিকল্প জেনারেটর স্থাপনের সময় সঠিক রেটিং এর চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করতে হবে।
  • ভেজা হাতে সুইচ ব্যবহার করা ঠিক নয়। এমনকি খালি পা অবস্থাতেও বৈদ্যুতিক সুইচ স্পর্শ না করাই ভালো।
  • সার্ভিস ড্রপ তারের উপর ভেজা কাপড় শুকাতে দেয়া যাবে না।
  • বাড়ী নির্মাণের সময় নিকতবর্তী বৈদ্যুতিক লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
  • গাছ লাগানোর সময় লক্ষ রাখতে হবে যেন ওভারহেড লাইন থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় থাকে।

বৈদ্যুতিক নিরাপত্তায় করণীয়

Related Post

Vacuum Circuit Breaker

Vacuum Circuit Breaker

Evolis MV Circuit Breaker In a Vacuum circuit breaker VCB vacuum...

মহান মে দিবস আজ

১ মে ২০১৮, মঙ্গলবার বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে...

সিলেটে বজ্রপাতে গ্যাস লাইনে আগুন, ৫ জনের মৃত্যু

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, শনিবার রাত ৩টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-...

SF6 Gas Circuit Breaker

SF6 circuit breakers In an SF6 circuit-breaker, the current continues to flow after contact separation through the arc whose plasma consists...