POSTED BY:

COMMENTS:

0

POST DATE:


বৈদ্যুতিক নিরাপত্তায় করণীয়:
বর্তমান সভ্যতার আধুনিক জীবনব্যবস্থায় বিদ্যুৎ একটি আশীর্বাদস্বরূপ। বিদ্যুৎ বিহীন একটি মুহূর্ত এখন কল্পনাতীত। আবার এই বিদ্যুৎ থেকেই ঘটতে পারে নানারকম প্রাণঘাতী দুর্ঘটনা যা আমাদের কাম্য নয় । প্রায়ই বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে একটু অসাবধানতা অসচেতনতার কারণে আমরা বড় বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি। কিন্তু আমাদের একটু সচেতনতাই কিন্তু এসব বৈদ্যুতিক দুর্ঘটনা কে এড়িয়ে চলার জন্য যথেষ্ট ।  

বৈদ্যুতিক দুর্ঘটনা হতে নিরাপদ থাকতে সাবধানতার বিকল্প নেই,  প্রয়োজন শুধু কিছু নিয়ম মনে রাখার। নিম্নলিখিত কয়েকটি সাবধানতা বৈদ্যুতিক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারে -

 

 

 

বৈদ্যুতিক নিরাপত্তায় করণীয় :

  • বাড়ির ইলেকট্রিক্যাল নকশা(Electrical Drawing) প্রণয়নে অবশ্যই একজন সনদ প্রাপ্ত(Certified by Electrical Licensing Board) দক্ষ প্রকৌশলির সাহায্য নিন।
  • ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য ইলেকট্রিক্যাল পারমিট আছে এমন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান নিয়োগ করুন।
  • বিএসটিআই কর্তৃক অনুমোদিত পরিবাহী তার ও যন্ত্রপাতি ব্যবহার করুন।
  • সকল সার্কিট যথোপযুক্ত ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহারের মাধ্যমে নিরাপদ রাখতে হবে।
  • বাসায় ব্যবহৃত বৈদ্যুতিক সকল যন্ত্রপাতি যেমন ফ্রিজ, ওভেন, টেলিভিশন, কম্পিউটার ইত্যদি সঠিকভাবে গ্রাউন্ডিং করা থাকতে হবে।
  • গ্রাউন্ডিং যথাযথভাবে না যেকোনো সময় হলে গ্রাউন্ডিং তার স্পর্শ করা মাত্রই বৈদ্যুতিক শক হতে পারে যা খুবই ঝুকিপূর্ণ ।এরকম হলে তৎক্ষণাৎ একজন সনদ প্রাপ্ত দক্ষ বৈদ্যুতিক প্রকৌশলির সহয়তা নিন।
  • সকল সুইচ সরবরাহ লাইনের ফেজের সাথে সংযুক্ত থাকবে।
  • সিংগেল ফেজের জন্য দুই মেরু ও থ্রী ফেজের জন্য চার মেরু বিশিষ্ট মেইন সুইচ ব্যবহার করতে হবে।
  • সুইচবিহীন সকেট ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।
  • বিকল্প জেনারেটর স্থাপনের সময় সঠিক রেটিং এর চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করতে হবে।
  • ভেজা হাতে সুইচ ব্যবহার করা ঠিক নয়। এমনকি খালি পা অবস্থাতেও বৈদ্যুতিক সুইচ স্পর্শ না করাই ভালো।
  • সার্ভিস ড্রপ তারের উপর ভেজা কাপড় শুকাতে দেয়া যাবে না।
  • বাড়ী নির্মাণের সময় নিকতবর্তী বৈদ্যুতিক লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
  • গাছ লাগানোর সময় লক্ষ রাখতে হবে যেন ওভারহেড লাইন থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় থাকে।

 

Related Post

Lightning A Natural Disaster

What is Lightning

Lightning is a natural phenomenon. Nowadays the number of lightning strike and its damage is increasing...

What is Net metering solar system?

Net metering is a system that allows homeowners with solar panels to receive credits on their utility bill for any...

Why RCD is important for Electrical Systems.

The use of RCD in electrical system.

Residual Current Device is a new phenomena in our country although it is invented...
Fire Detection system

The Importance of fire safety

Fires affect thousands of companies each year resulting in injury, lost customer trust and building damage. By establishing a