POSTED BY:

COMMENTS:

0

POST DATE:


May Day Innovern Engineering

১ মে ২০১৮, মঙ্গলবার বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি। ঐতিহাসিক এ দিনটিকে শ্রমিকরা যথাযোগ্য মর্যাদায় পালন করবেন। আয়োজন হবে বিভিন্ন অনুষ্ঠানমালার। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। কল-কারখানা তখন গিলে খাচ্ছিল শ্রমিকের গোটা জীবন। অসহনীয় পরিবেশে ১৬ ঘণ্টা প্রতিদিন কাজ করতে হতো। সপ্তাহে ছয় দিন কাজ করে শ্রমিকের স্বাস্থ্য একেবারে ভেঙে যাচ্ছিল। শ্রমজীবী শিশুরা হয়ে পড়েছিল কঙ্কালসার। তখন দাবি উঠেছিল, কল-কারখানায় শ্রমিকের গোটা জীবন কিনে নেয়া যাবে না। এই দাবিতে শুরু হওয়া আন্দোলনের সময় ওই বছরের ১লা মে শ্রমিকরা ধর্মঘট আহ্বান করেন। প্রায় ৩ লাখ মেহনতি মানুষ ওই সমাবেশে অংশ নেন। একপর্যায়ে আন্দোলনরত ক্ষুব্ধ শ্রমিকদের রুখতে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায় মিছিলে। পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। পরে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে গ্রেপ্তারকৃত ৬ শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আত্মহননও করেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের বছর প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশেও দিবসটি পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। পালন করা হয় ব্যাপক কর্মসূচি। দিনটি উপলক্ষে আজ সরকারি সকল অফিস-আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সংবাদপত্র অফিসও। এছাড়া মে দিবসের তাৎপর্য তুলে ধরে আজ সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সম্পাদকীয় প্রকাশ করেছে। বেতারসহ বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হচ্ছে। দিনটি উপলক্ষে প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক লীগ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে।  অন্যদিকে সমাবেশের অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে র‌্যালি করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। গতকাল শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বলেন, ১লা মে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ডিএমপিতে আবেদন করেছি। পুলিশ এতে কোনো সাড়া দেয়নি। শেষ মুহূর্তে অনুমতি পেলেও জনসভা করবো। এছাড়া, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মে দিবস উপলক্ষে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি বের করা হবে। ১লা মে সরকারি ছুটির দিন। সারা বিশ্বে এদিন র‌্যালি অনুষ্ঠিত হয়। আমরাও সেই ধারাবাহিকতায় র‌্যালি করতে চাই। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী এতে কোনো ধরনের বাধা প্রদান করবে না।  ওদিকে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা-সংগঠন দিনটি পালন করতে শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি নিয়েছে। সুত্র

Related Post

Medium voltage Distribution system

Medium voltage Distribution system

Until recently oil circuit breakers were used in large numbers for Medium voltage Distribution system in many 

বৈদ্যুতিক নিরাপত্তায় করণীয়

বৈদ্যুতিক নিরাপত্তায় করণীয়: বর্তমান সভ্যতার আধুনিক জীবনব্যবস্থায় বিদ্যুৎ একটি আশীর্বাদস্বরূপ। বিদ্যুৎ বিহীন একটি মুহূর্ত এখন কল্পনাতীত। আবার এই বিদ্যুৎ থেকেই...

SF6 Gas Circuit Breaker

SF6 circuit breakers In an SF6 circuit-breaker, the current continues to flow after contact separation through the arc whose plasma consists...

Vacuum Circuit Breaker

Vacuum Circuit Breaker

Evolis MV Circuit Breaker In a Vacuum circuit breaker VCB vacuum...